পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)
৮০৪(৪২). আলী ইবনে মুহাম্মাদ ইবনে উবায়েদ (রহঃ) ... ইস্তিহাযার রোগিনী সম্পর্কে আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। সে নামায পড়বে তার পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও। ইবনে আবু খায়সামা (রহঃ) বলেন, হাফস (রহঃ) এই হাদীস মারফুরূপে বর্ণনা করেননি। আবু উসামা (রহঃ) তার অনুরূপ বর্ণনা করেছেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدٍ ، نَا أَحْمَدُ بْنُ أَبِي خَيْثَمَةَ ، نَا عُمَرُ بْنُ حَفْصٍ ، ثَنَا أَبِي ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ حَبِيبٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ فِي الْمُسْتَحَاضَةِ : " تُصَلِّي ، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى حَصِيرِهَا " . وَقَالَ ابْنُ أَبِي خَيْثَمَةَ : لَمْ يَرْفَعْهُ حَفْصٌ ، وَتَابَعَهُ أَبُو أُسَامَةَ
حدثنا علي بن محمد بن عبيد ، نا احمد بن ابي خيثمة ، نا عمر بن حفص ، ثنا ابي ، عن الاعمش ، عن حبيب ، عن عروة ، عن عاىشة في المستحاضة : " تصلي ، وان قطر الدم على حصيرها " . وقال ابن ابي خيثمة : لم يرفعه حفص ، وتابعه ابو اسامة
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)