৮০০

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮০০(৩৮). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতেমা বিনতে আবু হুবায়েশ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমি রক্তপ্রদরে আক্রান্ত। তিনি বলেন, তুমি তোমার মাসিক ঋতুর কয়দিন নামায থেকে বিরত থাকবে। অতঃপর তুমি গোসল করবে এবং প্রতি ওয়াক্ত নামাযের সময় উযু করে নামায পড়বে, পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও।

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ النَّشَائِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَتْ : إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ ؟ فَقَالَ : " اجْتَنِبِي الصَّلَاةَ أَيَّامَ مَحِيضِكِ ، ثُمَّ اغْتَسِلِي وَتَوَضَّئِي عِنْدَ كُلِّ صَلَاةٍ ، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ قَطْرًا

حدثنا علي بن عبد الله بن مبشر ، ثنا محمد بن حرب النشاىي ، نا محمد بن ربيعة ، عن الاعمش ، عن حبيب بن ابي ثابت ، عن عروة بن الزبير ، عن عاىشة ، قالت : جاءت فاطمة بنت ابي حبيش الى رسول الله - صلى الله عليه وسلم - فقالت : اني امراة استحاض ؟ فقال : " اجتنبي الصلاة ايام محيضك ، ثم اغتسلي وتوضىي عند كل صلاة ، وان قطر الدم على الحصير قطرا

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)