৯৩

পরিচ্ছেদঃ ১১. সোনা-রূপার পাত্র সম্পর্কে

৯৩(২)। ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে যায়েদ (রহঃ) ... আবু বুরদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আমার পিতা আলী ইবনে আবু তালিব (রাঃ) এর নিকট গেলাম। তিনি আমাদের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ও রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। তিনি কাসসী (রেশম মিশ্রিত পোশাক), মীছারা (রেশম জাতীয় পোশাক) ও রেশমী কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতেও নিষেধ করেছেন।

بَابُ أَوَانِي الذَّهَبِ وَالْفِضَّةِ

نَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، نَا مُسْلِمُ بْنُ حَاتِمٍ الْأَنْصَارِيُّ بِالْبَصْرَةِ ، نَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ، نَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي بُرْدَةَ ، قَالَ : انْطَلَقْتُ أَنَا وَأَبِي إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، فَقَالَ لَنَا : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَهَى عَنْ آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ أَنْ يُشْرَبَ فِيهَا ، وَأَنْ يُؤْكَلَ فِيهَا ، وَنَهَى عَنِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ ، وَعَنْ ثِيَابِ الْحَرِيرِ ، وَخَاتَمِ الذَّهَبِ

نا يحيى بن محمد بن صاعد نا مسلم بن حاتم الانصاري بالبصرة نا ابو بكر الحنفي نا يونس بن ابي اسحاق عن ابي بردة قال انطلقت انا وابي الى علي بن ابي طالب فقال لنا ان رسول الله صلى الله عليه وسلم نهى عن انية الذهب والفضة ان يشرب فيها وان يوكل فيها ونهى عن القسي والميثرة وعن ثياب الحرير وخاتم الذهب

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)