পরিচ্ছেদঃ ৫৭. বৈধ পানীয় সম্পর্কে
৫৭৫৮. ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জারীর (রহঃ) আমাদের বলেছেন, ইবন শুবরুমা (রহঃ) শুধু পানি এবং দুধ পান করতেন।
ذِكْرُ الْأَشْرِبَةِ الْمُبَاحَةِ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ قَالَ كَانَ ابْنُ شُبْرُمَةَ لَا يَشْرَبُ إِلَّا الْمَاءَ وَاللَّبَنَ
اخبرنا اسحق بن ابراهيم قال انبانا جرير قال كان ابن شبرمة لا يشرب الا الماء واللبن
তাহক্বীকঃ সহীহ মাকতূ’।
Jarir said:
"Ibn Shubrumah would not drink anything except water and milk."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৫২/ বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] (كتاب الأشربة)