পরিচ্ছেদঃ ১৮৩. উমরাহ আদায়কারী কোথায় চুল কাটবে?
২৯৯০. মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমরায় তাঁর চুল তীরের ফলা দিয়ে কেটেছেন মারওয়া পাহাড়ের উপরে।
أَيْنَ يُقَصِّرُ الْمُعْتَمِرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ أَنَّ طَاوُسًا أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ عَنْ مُعَاوِيَةَ أَنَّهُ قَصَّرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ فِي عُمْرَةٍ عَلَى الْمَرْوَةِ
اخبرنا محمد بن المثنى عن يحيى بن سعيد عن ابن جريج قال اخبرني الحسن بن مسلم ان طاوسا اخبره ان ابن عباس اخبره عن معاوية انه قصر عن النبي صلى الله عليه وسلم بمشقص في عمرة على المروة
তাহক্বীকঃ সহীহ। সহীহ আবু দাউদ ১৫৮১–১৫৮২।
It was narrated from Muawiyah that:
he cut the hair of the Prophet with the edge of an arrow during his Umrah at Al-Marwah.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মু‘আবিয়াহ ইবন আবূ সুফিয়ান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
২৪/ হজ্জের নিয়ম পদ্ধতি (كتاب مناسك الحج)