পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৪-[২৫] ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুৎসিত নাম পরিবর্তন করে রাখতেন। (তিরমিযী)[1]
وَعَنْ عَائِشَةَ
رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ كَانَ يُغَيِّرُ الِاسْم الْقَبِيح. رَوَاهُ التِّرْمِذِيّ
وعن عاىشة
رضي الله عنها قالت: ان النبي صلى الله عليه وسلم؟ كان يغير الاسم القبيح. رواه الترمذي
[1] সহীহ : তিরমিযী ২৮৩৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ২০৭, ২০৮; সহীহুল জামি‘ ৪৯৯৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৮০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৮৯৬।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৫: শিষ্টাচার (كتاب الآداب)