পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৬৬-[৩৯] ’আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ প্রথমে সালাম প্রদানকারী অহংকার হতে মুক্ত। [ইমাম বায়হাক্বী (রহিমাহুল্লাহ) হাদীসটি ’’শু’আবুল ঈমানে’’ বর্ণনা করেছেন।][1]
وَعَن عَبْدِ
اللَّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَادِئُ بِالسَّلَامِ بَرِيءٌ مِنَ الْكِبْرِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
وعن عبد
الله عن النبي صلى الله عليه وسلم قال: «البادى بالسلام بريء من الكبر» . رواه البيهقي في «شعب الايمان»
[1] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮৭৮৬, য‘ঈফুল জামি‘ ২৩৬৫।
হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবূ ইসহাক’’ নামক বর্ণনাকারীর নাম ‘‘আস্ সাবীয়ী’’, যিনি একজন মুদাল্লিস রাবী। এখানে তিনি ‘‘আন’’ দ্বারা হাদীস বর্ণনা করেছেন। বিস্তারিত দেখুন- য‘ঈফাহ্ ১৭৫১।
হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবূ ইসহাক’’ নামক বর্ণনাকারীর নাম ‘‘আস্ সাবীয়ী’’, যিনি একজন মুদাল্লিস রাবী। এখানে তিনি ‘‘আন’’ দ্বারা হাদীস বর্ণনা করেছেন। বিস্তারিত দেখুন- য‘ঈফাহ্ ১৭৫১।
ব্যাখ্যাঃ (بَرِيءٌ مِنَ الْكِبْرِ) সালাম প্রদানকারী ব্যক্তি অহংকারমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত ও পবিত্র। (মিরক্বাতুল মাফাতীহ)
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৫: শিষ্টাচার (كتاب الآداب)