৪৫৫৯

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ

৪৫৫৯-[৪৬] আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেবল বদনযর লাগা, বিষাক্ত প্রাণী দংশন করা এবং রক্ত ঝরার জন্যই রয়েছে ঝাড়ফুঁক। (আবূ দাঊদ)[1]

الْفَصْلُ الثَّانِي

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا رُقْيَةَ إِلَّا مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ أَوْ دَمٍ» . رَوَاهُ أَبُو دَاوُد

وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم لا رقية الا من عين او حمة او دم رواه ابو داود

ব্যাখ্যাঃ (أَوْ دَمٍ) অর্থাৎ নাক দিয়ে পড়া রক্ত। বলা হয়ে থাকে, শুধু এ তিনটিকে নির্দিষ্ট করা হয়েছে। কারণ এ তিনটির ঝাড়ফুঁক বেশি আরোগ্য দেয় এবং মানুষের মাঝে এগুলো বেশি বিস্তার লাভ করেছে। (‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৩৮৮৫; মিরক্বাতুল মাফাতীহ)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৩: চিকিৎসা ও ঝাড়-ফুঁক (كتاب الطب والرقى)