পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৬-[৩৩] উক্ত রাবী [যায়দ ইবনু খালিদ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মোরগকে গালি দিয়ো না। কেননা তা সালাতের জন্য সজাগ (আহবান) করে। (আবূ দাঊদ)[1]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوقِظُ للصلاةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا تسبوا الديك فانه يوقظ للصلاة» . رواه ابو داود
[1] সহীহ : আবূ দাঊদ ৫১০১, সহীহ আল জামি‘উস্ সগীর ৭৩১৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৯৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫০৬১, য‘ঈফাহ্ ৩৬১৮ নং হাদীসের আলোচনা দ্রঃ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যায়দ ইবনু খালিদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২০: শিকার ও যাবাহ প্রসঙ্গে (كتاب الصيد والذبائح)