পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৪০৯৭-[৩৪] জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সামুদ্রিক প্রাণী (যেগুলো খাওয়া হালাল) সেগুলোকে আল্লাহ তা’আলা আদম সন্তানের জন্য যাবাহ করেছেন। (দারাকুত্বনী)[1]
الْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا من دَابَّة إِلَّا وَقَدْ ذَكَّاهَا اللَّهُ لِبَنِي آدَمَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
وعن جابر قال: قال رسول الله صلى الله عليه وسلم: «ما من دابة الا وقد ذكاها الله لبني ادم» . رواه الدارقطني
[1] য‘ঈফ : দারাকুত্বনী ৪, আল জামি‘উল কাবীর লিস্ সুয়ূত্বী ১০৮৯, হাদীসটি য‘ঈফ দেখুন- তানক্বীহুত্ তাহক্বীক ফী আহাদীসিত্ তা‘লীক ২/২৯৭ পৃঃ, মাসআলাহ্ ৭৫৮, লেখক : ইমাম যাহাবী।
এ হাদীসটির সনদে ‘‘হামযাহ্’’ নামের বর্ণনাকারী মাতরূক, হাদীস তৈরি করার অভিযোগে অভিযুক্ত। তার প্রসিদ্ধ নাম হামযাহ্ ইবনু আবূ হামযাহ্ আল জু‘ফী।
এ হাদীসটির সনদে ‘‘হামযাহ্’’ নামের বর্ণনাকারী মাতরূক, হাদীস তৈরি করার অভিযোগে অভিযুক্ত। তার প্রসিদ্ধ নাম হামযাহ্ ইবনু আবূ হামযাহ্ আল জু‘ফী।
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২০: শিকার ও যাবাহ প্রসঙ্গে (كتاب الصيد والذبائح)