পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪০৭৬-[১৩] ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে জিনিসের মধ্যে প্রাণ আছে, তোমরা তাকে লক্ষ্যবস্তু করো না। (মুসলিম)[1]
الْفَصْلُ الْأَوَّلُ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا» . رَوَاهُ مُسلم
وعن ابن عباس ان النبي صلى الله عليه وسلم قال: «لا تتخذوا شيىا فيه الروح غرضا» . رواه مسلم
[1] সহীহ : সহীহ মুসলিম ৫১৭১, সুনানুন্ নাসায়ী ৪৪৪৩, সুনান ইবনু মাজাহ ৩১৮৭, সহীহ ইবনু হিব্বান ৫৬০৮, মুসনাদে আহমাদ ২৫৩২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৫১৭, সহীহুল জামি‘ ৭২১৮।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২০: শিকার ও যাবাহ প্রসঙ্গে (كتاب الصيد والذبائح)