পরিচ্ছেদঃ ২. স্ত্রীলোকদের প্রতি সৎ ব্যবহার - কৃত্রিম চুল মাথায় লাগানো হারাম
১০২২। ইবনু ’উমার (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐসব মহিলাদেরকে লানত করেছেন- যেসব মহিলা (কেশ বড় করার জন্য অন্য) কেশ সংযোগ করে আর যে মহিলা কেশ সংযোগ করায়, আর উল্কিকারিণী এবং যে উল্কি করায় এমন মহিলাদেরকেও।[1]
وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا؛ - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ, وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ. مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (5940)، ومسلم (2124)
وعن ابن عمر - رضي الله عنهما؛ - ان النبي - صلى الله عليه وسلم - لعن الواصلة والمستوصلة, والواشمة والمستوشمة. متفق عليه
-
صحيح. رواه البخاري (5940)، ومسلم (2124)
[1] বুখারী ৫৯৩৭, ৫৯৪২, ৫৯৪৭, মুসলিম ২১১৪, ১৭৫৯, ২৭৮৩, নাসায়ী ৩৪২৬, ৫০৯১, ৫২৫১, আবূ দাউদ২১৬৮, ইবনু মাজাহ ১৯৮৭, আহমাদ ৪৭১০।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৮ঃ বিবাহ (كتاب النكاح)