পরিচ্ছেদঃ ১. নফল সওম ও তার নিষিদ্ধকাল - সারা বছর সাওম ব্রত পালনের বিধান
৬৯৫. ’আবদুল্লাহ বিন ’উমার (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিরতিহীন সওম পালন করে সেটা সওম নয়।[1]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِوٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ». مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (1977)، ومسلم (1159) (186 و 187)
وعن عبد الله بن عمرو - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم: «لا صام من صام الابد». متفق عليه
-
صحيح. رواه البخاري (1977)، ومسلم (1159) (186 و 187)
[1] বুখারী ১১৩১, ১১৫২, ১১৫৩, ১৯৭৭, মুসলিম ১১৫৯, তিরমিযী ৭৭০, নাসায়ী ১৬৩০, ২২:৪৪, ২২৮৮, আবূ দাউদ ১২৮৮, ১২৮৯, ১২৯০, ইবনু মাজাহ ১২৪৬, ১৭১২, আহমাদ ৬৩8১, ৬৪৫৬, ৬৪৮০, দারেমী ২৪৮৬।
’Abdullah Ibn 'Umar (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said:
“May he, who perpetually fasts (without a break) never fast." Agreed upon.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৫ঃ সিয়াম (كتاب الصيام)