পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৫-[৬] আর ’আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় রয়েছে, (তিনি বলেন) একবার বা দু’বার চোষণে হারাম হয় না।[1]
بَابُ الْمُحَرَّمَاتِ
وَفِي رِوَايَةِ عَائِشَةَ قَالَ: «لَا تُحَرِّمُ الْمَصَّةُ والمصتان»
وفي رواية عاىشة قال: «لا تحرم المصة والمصتان»
[1] সহীহ : মুসলিম ১৪৫০, আবূ দাঊদ ২০৬৩, নাসায়ী ৩৩১০, তিরমিযী ১১৫০, ইবনু মাজাহ ১৯৪১, আহমাদ ২৪০২৬, ইরওয়া ২১৪৮, সহীহ আল জামি‘ ৭২৪১।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-১৩: বিবাহ (كتاب النكاح)