পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩০৯৪-[১৫] আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ তা’আলার সাথে পাক-পবিত্রাবস্থায় সাক্ষাত প্রত্যাশা করে, সে যেন স্বাধীনা রমণীকে বিয়ে করে। (ইবনু মাজাহ)[1]
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَلْقَى الله طَاهِرا مطهراً فليتزوج الْحَرَائِر» . رَوَاهُ ابْن مَاجَه
وعن انس قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من اراد ان يلقى الله طاهرا مطهرا فليتزوج الحراىر» . رواه ابن ماجه
[1] য‘ঈফ : ইবনু মাজাহ ১৮৬২, য‘ঈফ আল জামি‘ ৫৩৮৮। কারণ এর সনদে সালাম বিন সিয়ার ও কাসির বিন সালিম দু’জনই দুর্বল রাবী।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-১৩: বিবাহ (كتاب النكاح)