২৭৯৭

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা

২৭৯৭-[৮] ইবনু মাজাহ (রহঃ) এ হাদীসটিকে ’আব্দুল্লাহ ইবনু ’উমার হতে (রাঃ) বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন, হাদীসটি গরীব।[1]

وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ عُمَرَ. وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث غَرِيب

ورواه ابن ماجه عن ابن عمر. وقال الترمذي: هذا حديث غريب

ব্যাখ্যা: (وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ عُمَرَ) হাদীসটি ইবনু মাজাহ ইনু ‘উমার থেকে বর্ণনা করেছেন।

ইবনু মাজার বর্ণনাটি এ রকম (التَّاجِرُ الْأَمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَة) অর্থাৎ ‘‘আমানতদার সত্যনিষ্ঠ মুসলিম ব্যবসায়ী কিয়ামত দিবসে শহীদগণের সাথে থাকবে।’’


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-১২: ক্রয়-বিক্রয় (ব্যবসা) (كتاب البيوع)