পরিচ্ছেদঃ কবুল দু‘আ
(৩৭৭৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান ও ইকামতের মাঝে দু’আ রদ্দ করা হয় না। (অর্থাৎ, কবুল করা হয়।)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ
عن انس بن مالك قال قال رسول الله ﷺ لا يرد الدعاء بين الاذان والاقامة
(আবূ দাঊদ ৫২১, তিরমিযী ২১২, সহীহুল জামে ৩৪০৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৯/ দু‘আ ও যিকর