পরিচ্ছেদঃ কবুল দু‘আ
(৩৭৬৮) আবূ দারদা (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখনই কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য পশ্চাতে অদৃশ্যে দু’আ করে, তখনই তার (মাথার উপর নিযুক্ত) ফিরিশতা বলেন, ’আর তোমার জন্যও অনুরূপ।
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ أنَّه سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ مَا مِنْ عَبْدٍ مُسْلمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الغَيْبِ إِلاَّ قَالَ المَلَكُ : وَلَكَ بِمِثْلٍ رواه مسلم
وعن ابي الدرداء انه سمع رسول الله ﷺ يقول ما من عبد مسلم يدعو لاخيه بظهر الغيب الا قال الملك : ولك بمثل رواه مسلم
(মুসলিম ৭১০৩)