পরিচ্ছেদঃ ডান-বাম ব্যবহার-বিধি
(৩৬০০) উক্ত রাবী (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান হাত তাঁর ওযূ ও আহারের জন্য ব্যবহার হত এবং বাম হাত তাঁর পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার সব ক্ষেত্রে ব্যবহার হত।’
وَعَنها قَالَتْ : كَانَتْ يَدُ رَسُوْلِ اللهِ ﷺ اَلْيُمْنٰـى لِطُهُوْرِهِ وَطَعَامِهِ وَكَانَتِ الْيُسْرٰى لِـخَلَائِهِ وَمَا كَانَ مِنْ أَذًى حديث صحيح رواه أَبُو داود وغيره بإسنادٍ صحيحٍ
وعنها قالت : كانت يد رسول الله ﷺ اليمنـى لطهوره وطعامه وكانت اليسرى لـخلاىه وما كان من اذى حديث صحيح رواه ابو داود وغيره باسناد صحيح
(হাদীসটি বিশুদ্ধ, আবূ দাঊদ ৩৩ প্রভৃতি বিশুদ্ধ সূত্রে)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব