পরিচ্ছেদঃ ২৬৮৯. দুনিয়ার জাঁকজমক ও দুনিয়ার প্রতি আসক্তি থেকে সতর্কতা
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৫৯৮৯, আন্তর্জাতিক নাম্বারঃ ৬৪৩২
৫৯৮৯। মুহাম্মাদ ইবনু কাসীর (রহঃ) ... খাব্বাব (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরত করেছিলাম।
باب مَا يُحْذَرُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَالتَّنَافُسِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ خَبَّاب ٍ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
حدثنا محمد بن كثير، عن سفيان، عن الاعمش، عن ابي واىل، عن خباب ـ رضى الله عنه ـ قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم.
Narrated Khabbab:
We migrated with the Prophet..(This narration is related in the chapter of migration).
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ খাব্বাব ইবনুল আরাত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৬৮/ কোমল হওয়া (كتاب الرقاق)