পরিচ্ছেদঃ মুসলিমদের দোষ-ত্রুটি গোপন রাখা জরুরী এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষিদ্ধ
আল্লাহ তাআলা বলেছেন,
إِنَّ الَّذِيْنَ يُـحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِـي الَّذِيْنَ آمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِـي الدُّنْيَا وَالْآخِرَةِ
অর্থাৎ, যারা মু’মিনদের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। (সূরা নূর ১৯)
(৩৫৫৭) আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنِ النَّبيّ ﷺ قَالَ لَا يَسْتُرُ عَبْدٌ عَبْدًا في الدُّنْيَا إِلاَّ سَتَرَهُ اللهُ يَوْمَ القِيَامَةِ رواه مسلم
وعن ابي هريرة عن النبي ﷺ قال لا يستر عبد عبدا في الدنيا الا ستره الله يوم القيامة رواه مسلم
(মুসলিম ৬৭৫৯)