৩৫৪৮

পরিচ্ছেদঃ সত্যবাদিতার গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন,

يَـاۤ أَيُّـهَـا الَّـذِيْـنَ آمَـنُـوا اتَّـقُـوا اللهَ وَكُـوْنُـوْا مَـعَ الصَّـادِقِـيْـنَ

অর্থাৎ, হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হও। (সূরা তওবা ১১৯)

তিনি অন্যত্র বলেন,

وَالصَّـادِقِـيْـنَ وَالصَّـادِقَـاتِ

অর্থাৎ, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী — এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান রেখেছেন। (সূরা আহযাব ৩৫)

তিনি আরো বলেন,

فَـلَـوْ صَدَقُـوا اللهَ لَكَـانَ خَـيْـرًا لَّـهُـمْ

অর্থাৎ, সুতরাং যদি তারা আল্লাহর সাথে সত্য বলত, তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হত। (সূরা মুহাম্মাদ ২১)


(৩৫৪৮) ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ (অবিরত) সত্য বলতে থাকে। শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লিখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ (সর্বদা) মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহা মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়।

عَنِ ابْنِ مَسْعُوْدٍ عَنِ النَّبيّ ﷺ قَالَ إِنَّ الصِّدْقَ يَهْدِيْ إِلَى البرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِيْ إِلَى الْـجَنَّةِ وإنَّ الرَّجُلَ لَيَصدُقُ حَتّٰـى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا وَإِنَّ الْكِذْبَ يَهْدِيْ إِلَى الْفُجُوْرِ وَإِنَّ الْفُجُوْرَ يَهدِيْ إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتّٰـى يُكْتَبَ عِنْدَ الله كَذَّابًا مُتَّفَقٌ عَلَيهِ

عن ابن مسعود عن النبي ﷺ قال ان الصدق يهدي الى البر وان البر يهدي الى الـجنة وان الرجل ليصدق حتـى يكتب عند الله صديقا وان الكذب يهدي الى الفجور وان الفجور يهدي الى النار وان الرجل ليكذب حتـى يكتب عند الله كذابا متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব