৩৫৩৮

পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ

(৩৫৩৮) আবূ হুরাইরাহ হতে বর্ণিত, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে আবেদন জানাল যে, আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগান্বিত হয়ো না। লোকটি বার বার এই আবেদন জানাল। তিনি (প্রত্যেক বারেই) তাকে এই অসিয়ত করলেন যে, তুমি রাগান্বিত হয়ো না।

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ أنَّ رَجُـلاً قَالَ لِلـنَّبِـيِّ ﷺ أَوصِنِـيْ قَالَ لا تَـغْـضَـبْ فَـرَدَّدَ مِراراً قَالَ لاَ تَـغْـضَـبْ رواه البخاري

وعن ابي هريرة ان رجـلا قال للـنبـي ﷺ اوصنـي قال لا تـغـضـب فـردد مرارا قال لا تـغـضـب رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব