৩৪৮৯

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৪৮৯) আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সুন্দর চরিত্র ও দীর্ঘ নীরবতা অবলম্বন কর। সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ আছে, সারা সৃষ্টি উক্ত দুই (অলংকারের) মত অন্য কিছু দিয়ে সৌন্দর্যমন্ডিত হতে পারে না।

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ عَلَيْكَ بِحُسْنِ الْخُلْقِ وَطُوْلِ الصَّمْتِ، فَوَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ مَا تَجْمَلُ الْخَلَائِقِ بِمِثْلِهِمَا

عن انس قال قال رسول الله ﷺ عليك بحسن الخلق وطول الصمت، فوالذي نفسي بيده ما تجمل الخلاىق بمثلهما

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব