৩৪৪৪

পরিচ্ছেদঃ মু’মিনদের জন্য বিনয়ী ও বিনম্র হওয়ার গুরুত্ব

(৩৪৪৪) আনাস (রাঃ) কতিপয় শিশুদের পাশ দিয়ে গেলেন অতঃপর তিনি তাদেরকে সালাম দিলেন এবং বললেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রকমই করতেন।’ (বুখারী ৬২৪৭, মুসলিম ৫৭৯১-৫৭৯৩)

وَعَن أَنَسٍ أنَّهُ مَرَّ عَلَى صِبيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ : كَانَ النَّبِيُّ ﷺ يَفعَلُه متفقٌ عَلَيْهِ

وعن انس انه مر على صبيان فسلم عليهم وقال : كان النبي ﷺ يفعله متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব