পরিচ্ছেদঃ আমানত আদায় করার গুরুত্ব
(৩৪২৪) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোন কথা বলে এদিক-ওদিক তাকায়, তবে তা আমানত।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا حَدَّثَ الرَّجُلُ بِالْحَدِيثِ ثُمَّ الْتَفَتَ فَهِىَ أَمَانَةٌ
عن جابر بن عبد الله قال قال رسول الله ﷺ اذا حدث الرجل بالحديث ثم التفت فهى امانة
(আহমাদ ১৪৪৭৪, আবূ দাঊদ ৪৮৭০, তিরমিযী ১৯৫৯, সহীহুল জামে’ ৪৮৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব