পরিচ্ছেদঃ হাসির কতিপয় আদব
(৩৩৯৭) আবূ যার (রাঃ) বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কল্যাণমূলক কোন কর্মকেই অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করেও হয়।
عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ لِىَ النَّبِىُّ ﷺ لاَ تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ
عن ابى ذر قال قال لى النبى ﷺ لا تحقرن من المعروف شيىا ولو ان تلقى اخاك بوجه طلق
(মুসলিম ৬৮৫৭)