৩৩৯৩

পরিচ্ছেদঃ সুবাস ও সুগন্ধি

(৩৩৯৩) ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (রহমতের) ফিরিশতাবর্গ তিন ব্যক্তির নিকটবর্তী হন না; নাপাক ব্যক্তি, নেশাগ্রস্ত (মাতাল) ব্যক্তি এবং খালূক (মেয়েদের সুগন্ধি) মাখা ব্যক্তি।

وَعَنْ اِبْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَقْرَبُهُمُ الْملَاَئِكَةُ: اَلْجُنُبُ وَالسُّكْرَانُ وَالْمُتَضَمِّخُ بِالْخَلُوْقِ

وعن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا تقربهم الملاىكة: الجنب والسكران والمتضمخ بالخلوق

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব