পরিচ্ছেদঃ মহিলাদের কৃত্রিম রূপচর্চা
(৩৩৮৫) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা যে মহিলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও যে উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন।
وعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَعَنَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ وَالوَاشِمَةَ وَالمُسْتَوشِمَةَ
وعن ابن عمر رضي الله عنهما : ان رسول الله ﷺ لعن الواصلة والمستوصلة والواشمة والمستوشمة
(বুখারী ৫৯৩৭, মুসলিম ৫৬৯৩)