পরিচ্ছেদঃ কলপ ব্যবহার
(৩৩৭০)আবূ যার (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সব জিনিস দিয়ে পাকা চুল-দাড়ি রঙিয়ে থাকো, তার মধ্যে সবচেয়ে ভালো হল, মেহেদি ও কাতাম।
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ مِنْ أَحْسَنِ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءَ وَالْكَتَمَ
عن ابي ذر قال قال رسول الله ﷺ ان من احسن ما غيرتم به الشيب الحناء والكتم
(আহমাদ ২১৩৩৭, সুনানে আরবাআহ, ইবনে হিব্বান, সহীহুল জামে’ ১৫৪৬)