পরিচ্ছেদঃ জুতা পরার আদব
(৩৩৪৯) জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهٰـى أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ قَائِماً رواه أبو داود بإسناد حسن
وعن جابر ان رسول الله ﷺ نهـى ان ينتعل الرجل قاىما رواه ابو داود باسناد حسن
(আবূ দাঊদ ৪১৩৭, হাসান সূত্রে)
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব