৩৩৪৬

পরিচ্ছেদঃ নতুন কাপড় বা জুতা ইত্যাদি পরার সময় কী বলতে হয়?

(৩৩৪৬) আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কাপড় পরতেন, তখন পাগড়ী, জামা কিংবা চাদর তার নাম নিয়ে এই দু’আ পড়তেন,

’আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানীহ, আসআলুকা মিন খাইরিহী অখাইরি মা সুনিআ লাহ, অআঊযু বিকা মিন শাররিহি অশাররি মা সুনিআ লাহ।’

অর্থ- হে আল্লাহ তোমারই নিমিত্তে সমস্ত প্রশংসা, তুমি আমাকে এই (নতুন কাপড়) পরালে, আমি তোমার নিকট এর কল্যাণ এবং এ যার জন্য প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর অকল্যাণ এবং যার জন্য এ প্রস্তুত করা হয়েছে তার অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। (আবু দাউদ ৪০২২, তিরমিযী ১৭৬৭, হাসান)

عَن أَبي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا اسْتَجَدَّ ثَوباً سَمَّاهُ بِاسْمِهِ – عِمَامَةً أَوْ قَميصاً أَوْ رِدَاءً – يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه أَبُو داود والترمذي، وقال حديث حسن

عن ابي سعيد الخدري قال : كان رسول الله ﷺ اذا استجد ثوبا سماه باسمه – عمامة او قميصا او رداء – يقول اللهم لك الحمد انت كسوتنيه اسالك خيره وخير ما صنع له واعوذ بك من شره وشر ما صنع له رواه ابو داود والترمذي، وقال حديث حسن

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব