পরিচ্ছেদঃ মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
(৩২৯৫) ক্বাইলা বিনতে মাখরামাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকে হাঁটু লাগিয়ে হাত দিয়ে দুটোকে জড়িয়ে উঁচু হয়ে বসে থাকতে দেখেছি। যখন তাকে বিনীতভাবে বসে থাকতে দেখলাম, তখন ভয়ে আমি কাঁপতে লাগলাম।
وَعَنْ قَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : رَأَيتُ النَّبيَّ ﷺ وَهُوَ قَاعِدٌ القُرْفُصَاءَ فَلَمَّا رَأَيْتُ رَسُوْلَ اللهِ المُتَخَشِّعَ فِي الجِلْسَةِ أُرْعِدْتُ مِنَ الفَرَقِ رواه أَبُو داود والترمذي
وعن قيلة بنت مخرمة رضي الله عنها قالت : رايت النبي ﷺ وهو قاعد القرفصاء فلما رايت رسول الله المتخشع في الجلسة ارعدت من الفرق رواه ابو داود والترمذي
(আবূ দাঊদ ৪৮৪৯, তিরমিযী, হাসান সূত্রে)
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ কয়লাহ্ বিনতু মাখরামাহ্ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব