পরিচ্ছেদঃ (সাক্ষাৎকালীন আদব)
(৩২৭২) আবূ যার্র (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কোন পুণ্য কাজকে তুমি অবশ্যই তুচ্ছ মনে করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে সহাস্য বদনে সাক্ষাৎ করার পুণ্যই হোক না কেন।
(অর্থাৎ, মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও একটি ভালো কাজ।)
وَعَنْ أَبي ذَرٍّ قَالَ : قَالَ لِي رَسُول اللهِ ﷺ لاَ تَحقِرَنَّ مِنَ الْمَعرُوف شَيْئاً وَلَوْ أنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ رواه مسلم
وعن ابي ذر قال : قال لي رسول الله ﷺ لا تحقرن من المعروف شيىا ولو ان تلقى اخاك بوجه طلق رواه مسلم
(মুসলিম ৬৮৫৭)