পরিচ্ছেদঃ নিজ গৃহে প্রবেশ করার সময় সালাম দেওয়া উত্তম
আল্লাহ বলেন,
فَإذَا دَخَلْتُمْ بُيُوْتاً فَسَلِّمُوْا عَلٰى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللهِ مُبَارَكَةً طَيِّبَةً
অর্থাৎ, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। (সূরা নূর ৬১)
(৩২৫৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস! তোমার বাড়িতে যখন তুমি প্রবেশ করবে, তখন সালাম দাও, তাহলে তোমার ও তোমার পরিবারের জন্য তা বরকতময় হবে।
وَعَنْ أَنَسٍ قَالَ : قَالَ لِي رَسُوْلُ اللهِ ﷺ يَا بُنَيَّ إِذَا دَخَلْتَ عَلَى أهْلِكَ فَسَلِّمْ يَكُنْ بَرَكَةً عَلَيْكَ وَعَلَى أهْلِ بَيْتِكَ رواه الترمذي وقال حديث حسن صحيح
وعن انس قال : قال لي رسول الله ﷺ يا بني اذا دخلت على اهلك فسلم يكن بركة عليك وعلى اهل بيتك رواه الترمذي وقال حديث حسن صحيح
(তিরমিযী ২৬৯৮, হাসান সহীহ)