পরিচ্ছেদঃ সালামের আদব সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ
(৩২৪৪) আব্দুল্লাহ বিন মুগাফফাল (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় চোর সে, যে নামায চুরি করে; তার রুকূ-সিজদা পূর্ণরূপে করে না। আর সবচেয়ে বড় বখীল সে, যে সালাম দিতে বখীলি করে।
عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَقُ النَّاسِ مَنْ يَسْرِقُ صَلاتَهُ لا يُتِمُّ رُكُوعَهَا وَلاَ سُجُودَهَا وَأَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلامِ
عن عبد الله بن مغفل قال : قال رسول الله صلى الله عليه وسلم اسرق الناس من يسرق صلاته لا يتم ركوعها ولا سجودها وابخل الناس من بخل بالسلام
(ত্বাবারানীর সাগীর ৩৩৫, কাবীর ১৬৬০, সহীহুল জামে’ ৯৬৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব