৩১৭১

পরিচ্ছেদঃ স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ

মহান আল্লাহ বলেন,

وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ

অর্থাৎ, তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের রাতের বেলায় ও দিবাভাগে ঘুমানো। (সূরা রূম ২৩)


(৩১৭১) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, সুসংবাদ ছাড়া নবুঅতের কিছু বাকি থাকবে না। লোকেরা প্রশ্ন করল, ’সুসংবাদ কি?’ তিনি বললেন, সুস্বপ্ন।

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ لَمْ يَبْقَ مِنَ النُّبوَّةِ إِلاَّ المُبَشِّرَاتِ قَالُوا : وَمَا المُبَشِّرَاتُ ؟ قَالَ الرُّؤْيَا الصَّالِحَةُ رواه البخاري

وعن ابي هريرة قال : سمعت رسول الله ﷺ يقول لم يبق من النبوة الا المبشرات قالوا : وما المبشرات ؟ قال الرويا الصالحة رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব