পরিচ্ছেদঃ শয়ন ও নিদ্রার আদব
(৩১৫১) আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাতের বেলায় মদীনার এক ঘরে আগুন লেগে ঘরের লোকজনসহ পুড়ে গেল। এদের অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জানানো হলে তিনি বললেন, এ আগুন নিঃসন্দেহে তোমাদের জন্য চরম শত্রু। সুতরাং যখন তোমরা ঘুমাতে যাবে, তখন (তোমাদের নিরাপত্তার খাতিরে) তা নিভিয়ে দাও।
وَعَنْ أَبِـيْ مُوسَى الأَشعَرِي قَالَ : احْتَرَقَ بَيْتٌ بِالمَدِينَةِ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ فَلَمَّا حُدِّثَ رَسُوْلُ اللهِ ﷺ بِشَأنِهِم قالَ إِنَّ هَذِهِ النَّارَ عَدُوٌّ لَكُمْ فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا متفق عليه
وعن ابـي موسى الاشعري قال : احترق بيت بالمدينة على اهله من الليل فلما حدث رسول الله ﷺ بشانهم قال ان هذه النار عدو لكم فاذا نمتم فاطفىوها متفق عليه
(বুখারী ৬২৯৪, মুসলিম ৫৩৭৭)