৩০৯২

পরিচ্ছেদঃ পানাহারের আদব-কায়দা

(৩০৯২) মুআয ইবনে আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আহার শেষে এই দু’আ পড়বেঃ ’আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব্আমানী হা-যা অরাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী অলা ক্বুউওয়াহ।’ (অর্থাৎ, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এ খাওয়ালেন এবং জীবিকা দান করলেন, আমার কোন চেষ্টা ও সামর্থ্য ছাড়াই) সে ব্যক্তির পূর্বের সমস্ত (ছোট) পাপ মোচন করে দেওয়া হবে।

وَعَن مُعَاذِ بنِ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ أكَلَ طَعَامَاً، فَقَالَ : الحَمْدُ لِلهِ الَّذِي أطْعَمَنِي هٰذَا، وَرَزَقنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه أَبُو داود والترمذي وقَالَ حديث حسن

وعن معاذ بن انس قال : قال رسول الله ﷺ من اكل طعاما، فقال : الحمد لله الذي اطعمني هذا، ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه رواه ابو داود والترمذي وقال حديث حسن

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব