পরিচ্ছেদঃ বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা
(৩০৭৮) আবূ হুরাইরা কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন গোষ্ঠীর গৃহে তাদের বিনা অনুমতিতে উঁকি মারে এবং তারা (দেখতে পেয়ে) তার চক্ষু ফুটিয়ে দেয়, তবে তাতে কোন (দণ্ডনীয়) রক্তপণ (দিয়াত) বা অনুরূপ বদলা (কিসাস) নেই।
عَن أَبِـيْ هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ مَنْ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَفَقَئُوا عَيْنَهُ فَلَا دِيَةَ لَهُ وَلَا قِصَاصَ
عن ابـي هريرة ان النبي ﷺ قال من اطلع في بيت قوم بغير اذنهم ففقىوا عينه فلا دية له ولا قصاص
(আহমাদ ৮৯৯৭, দারাক্বুত্বনী ৩৪৮, ইবনে হিব্বান ৪০০৬)