পরিচ্ছেদঃ অনাথ-এতীম, কন্যা-সন্তান ও সমস্ত দুর্বল ও দরিদ্রের সঙ্গে নম্রতা, তাদের প্রতি দয়া ও তাদের সঙ্গে বিনম্র ব্যবহার করার গুরুত্ব
(৩০৫৫) আবূ দারদা উআইমির (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, কেননা তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়।
وَعَن أَبِـيْ الدَّردَاءِ عُوَيمِرٍ قَالَ : سَمِعتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ ابْغُونِي الضُّعَفَاءَ فَإنَّمَا تُنْصَرُونَ وتُرْزَقُونَ بِضُعَفَائِكُمْ رواه أَبُو داود بإسناد جيد
وعن ابـي الدرداء عويمر قال : سمعت رسول الله ﷺ يقول ابغوني الضعفاء فانما تنصرون وترزقون بضعفاىكم رواه ابو داود باسناد جيد
(আবূ দাউদ ২৫৯৬, উত্তম সূত্রে)