পরিচ্ছেদঃ অনাথ-এতীম, কন্যা-সন্তান ও সমস্ত দুর্বল ও দরিদ্রের সঙ্গে নম্রতা, তাদের প্রতি দয়া ও তাদের সঙ্গে বিনম্র ব্যবহার করার গুরুত্ব
(৩০৪৫) আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং নিজের অথবা অপরের অনাথ (এতীমের) তত্ত্বাবধায়ক জান্নাতে (পাশাপাশি) থাকব। আর বিধবা ও দুঃস্থ মানুষকে দেখাশুনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য।
وعَنْ عَائِشَةَ قَالَت قَالَ رَسُوْلُ الله ﷺ أَنَا وَكَافِلُ اليَتِيمِ لَهُ أوْ لِغَيْرِهِ في الجَنّةِ والسَّاعِي عَلَى الْأَرْمَلَةِ والمِسْكِينِ كالمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ
وعن عاىشة قالت قال رسول الله ﷺ انا وكافل اليتيم له او لغيره في الجنة والساعي على الارملة والمسكين كالمجاهد في سبيل الله
(ত্বাবারানীর আওসাত্ব ৪৭৪২, সহীহুল জামে’ ১৪৭৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব