পরিচ্ছেদঃ মুসলিমদের মান-মর্যাদার প্রতি শ্রদ্ধা-প্রদর্শন ও তাদের অধিকার-রক্ষা এবং তাদের প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব
(৩০২৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ (পূর্ণ) মু’মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبيّ ﷺ قَالَ لاَ يُؤمِنُ أحَدُكُمْ حَتّٰـى يُحِبَّ لِأَخِيْهِ مَا يُحِبُّ لنَفْسِهِ مُتَّفَقٌ عَلَيهِ
وعن انس عن النبي ﷺ قال لا يومن احدكم حتـى يحب لاخيه ما يحب لنفسه متفق عليه
(বুখারী ১৩, মুসলিম ১৭৯)