পরিচ্ছেদঃ চুগলী করা হারাম
(২৯৮৯) ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা ও অপবাদ’ কী জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না? তা হচ্ছে চুগলী করা। লোকালয়ে কারো সমালোচনা করা।
وَعَنْ ابنِ مَسعُودٍ أَنَّ النَّبيَّ ﷺ قَالَ أَلاَ أُنَبِّئُكُمْ مَا العَضْهُ ؟ هِيَ النَّمِيمَةُ القَالَةُ بَيْنَ النَّاسِ
وعن ابن مسعود ان النبي ﷺ قال الا انبىكم ما العضه ؟ هي النميمة القالة بين الناس
(মুসলিম ৬৮০২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব