২৯৬২

পরিচ্ছেদঃ মিথ্যা বলা হারাম

(২৯৬২) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হল, মানুষ আপন চক্ষুকে এমন কিছু দেখায়, যা সে দেখেনি। (অর্থাৎ, সে যা দেখেনি সে সম্পর্কে মিথ্যা ক’রে বলে, ’আমি দেখেছি।’)

وَعَنْ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَالَ النَّبِـيُّ ﷺ أَفْرَى الفِرَى أَنْ يُرِيَ الرَّجُلُ عَيْنَيْهِ مَا لَمْ تَرَيَا

وعن ابن عمر رضي الله عنهما قال : قال النبـي ﷺ افرى الفرى ان يري الرجل عينيه ما لم تريا

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব