২৯৪৭

পরিচ্ছেদঃ মিষ্টি কথা বলার গুরুত্ব

(২৯৪৭) আদী ইবনে হাতেম (রাঃ) বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আধখানা খেজুর দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পার তবুও বাঁচ। যদি কোন ব্যক্তি এটাও না পায়, তাহলে সে যেন ভাল কথা বলে বাঁচে।

وَعَنْ عَدِيِّ بنِ حَاتِمٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ

وعن عدي بن حاتم قال : قال رسول اللهاتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আদী ইবনু হাতিম (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব