পরিচ্ছেদঃ মদীনার মাহাত্ম্য
(২৯১২) সায়েব বিন খাল্লাদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! যে ব্যক্তি মদীনাবাসীদের প্রতি অত্যাচার করে এবং তাদেরকে সন্ত্রস্ত করে, তুমি তাকে সন্ত্রস্ত কর। আর তার উপর আল্লাহ, ফিরিশতামণ্ডলী এবং সমস্ত মানবমণ্ডলীর অভিশাপ। তার নিকট থেকে নফল-ফরয কোন ইবাদতই কবূল করা হবে না।
عَنِ السَّائِبِ بن خَلادٍ، عَنْ رَسُوْلِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ اَللّٰهُمَّ مَنْ ظَلَمَ أَهْلَ الْمَدِينَةِ وَأَخَافَهُمْ، فَأَخِفْهُمْ وَعَلَيْهِ لَعْنَةُ اللهِ، وَالْمَلائِكَةِ، وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ صَرْفًا وَلا عَدْلا
عن الساىب بن خلاد، عن رسول الله ﷺ انه قال اللهم من ظلم اهل المدينة واخافهم، فاخفهم وعليه لعنة الله، والملاىكة، والناس اجمعين، لا يقبل الله منه صرفا ولا عدلا
(ত্বাবারানীর কাবীর ৬৪৯৮, সিঃ সহীহাহ ৩৫১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল