পরিচ্ছেদঃ মুআবিয়া (রাঃ) এর মাহাত্ম্য
(২৮৯৩) আব্দুর রহমান বিন আবূ আমীরাহ আযদী কর্তৃক বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার কথা উল্লেখ করে বলেছেন, হে আল্লাহ! তুমি ওকে সুপথের দিশারী ও সুপথপ্রাপ্ত করো এবং ওর দ্বারা (মানুষকে) হিদায়াত করো।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِـيْ عَمِيرَةَ الْأَزْدِيِّ عَنْ النَّبِيِّ ﷺ أَنَّهُ ذَكَرَ مُعَاوِيَةَ وَقَالَ اَللّٰهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ
عن عبد الرحمن بن ابـي عميرة الازدي عن النبي ﷺ انه ذكر معاوية وقال اللهم اجعله هاديا مهديا واهد به
(আহমাদ ১৭৮৯৫, তিরমিযী ৩৮৪২, সিঃ সহীহাহ ১৯৬৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল