পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর দর্শন
(২৮১৮) আবূ উমামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার কল্যাণ তার জন্য, যে আমাকে দর্শন করেছে ও আমার প্রতি ঈমান এনেছে। আর সাতবার কল্যাণ তার জন্য, যে আমাকে দর্শন করেনি অথচ আমার প্রতি ঈমান আনয়ন করেছে।
وعَنْ أَبِـيْ أُمَامَةَ أَنّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ طُوبَى لِمَنْ رَآنِي وَآمَنَ بِي وَطُوبَى سَبْعَ مَرَّاتٍ لِمَنْ آمَنَ بِي وَلَمْ يَرَنِي
وعن ابـي امامة ان رسول الله ﷺ قال طوبى لمن راني وامن بي وطوبى سبع مرات لمن امن بي ولم يرني
(আহমাদ ২২২১৪, ইবনে হিব্বান, হাকেম, সিঃ সহীহাহ ১২৪১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ উমামাহ্ বাহিলী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল