পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর বীরত্ব
(২৭৬৫) আলী (রাঃ) বলেন, বদরের দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আড়ালে আশ্রয় নিয়েছিলাম। শত্রুর দিকে তিনিই ছিলেন আমাদের চাইতে বেশি নিকটবর্তী। সেদিন তিনিই ছিলেন বীর-বিক্রমশালীদের অন্যতম।
عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَقَدْ رَأَيْتُنَا يَوْمَ بَدْرٍ وَنَحْنُ نَلُوذُ بِرَسُوْلِ اللهِ ﷺ وَهُوَ أَقْرَبُنَا إِلٰـى الْعَدُوِّ وَكَانَ مِنْ أَشَدِّ النَّاسِ يَوْمَئِذٍ بَأْسًا
عن علي رضي الله عنه قال لقد رايتنا يوم بدر ونحن نلوذ برسول الله ﷺ وهو اقربنا الـى العدو وكان من اشد الناس يومىذ باسا
(আহমাদ ৬৫৪, ১০৪২, হাকেম, ইবনে আবী শাইবাহ ৩২৬১৪, সহীহ সনদে)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আলী ইবনু আবী তালিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল